ঐক্যফ্রন্টের আন্দোলন ৩০ তারিখেই শেষ না : ডা. জাহিদ

Looks like you've blocked notifications!
মঙ্গলবার বিকেলে ময়মনসিংহের একটি কমিউনিটি সেন্টারে বিএসএসপির আয়োজনে আলোচনা সভায় পেশাজীবীদের উদ্দেশে কথা বলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন। ছবি : এনটিভি

বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘ঐক্যফ্রন্টের যে আন্দোলন ৩০ তারিখেই শেষ হয়ে যাবে না। ৩০ তারিখ এই আন্দোলনের একটি পর্যায় মাত্র। কিন্তু এই তীর যদি যথাযথভাবে ব্যবহার ও সঠিক মূল্যায়ন না হয়, কোনো অবস্থাতেই ভাবার কারণ নেই যে বাঙালি হেরে যাবে।’

মঙ্গলবার বিকেল ৩টায় ময়মনসিংহের একটি কমিউনিটি সেন্টারে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আয়োজনে আলোচনা সভায় পেশাজীবীদের উদ্দেশে এ কথা বলেন বিএসএসপি সদস্য সচিব ডা. জাহিদ।

ডা. জাহিদ হোসেন বলেন, ‘জাতীয় ঐক্যফ্রন্ট কোনো দল বা পক্ষের জন্য না, জনগণের ও গণতন্ত্রের জয় চায়।’ তিনি বলেন, ‘আজকে যারা যত ষড়যন্ত্র করেছে, যতভাবেই মানুষকে ভীতসন্ত্রস্ত করুক না কেন জয় জনগণের হবে। জয় আপনাদের হবে। জয় বাংলাদেশের মানুষের হবে। আমরা কোনো দলের নয় আমরা জনগণের জয় চাই। বাংলাদেশের জয় চাই। গণতন্ত্রের জয় চাই।’

এ সময় সবাইকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে ডা. জাহিদ বলেন, ‘আজ আমাদের শপথ নিতে হবে, আগামী ৩০ তারিখ বলেন, ২৯ তারিখ বলেন, অনেক গুজব আসবে। আপনাদের এত চিন্তা করার দরকার নেই। আপনার বাড়ির পাশে যে ভোটকেন্দ্র আছে, যে ভোটকেন্দ্রে আপনি ভোটার, ভোট দিবেন, দিতে উৎসাহিত করবেন। আপনার উপস্থিতিই ওই দিন পাল্টে দেবে ভোটের পরিস্থিতি। এই জিনিসটি আপনি আমি সবাই মনে রাখব।’

ড. মো. শাহজাহানের সভাপতিত্বে সভায় কথা বলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. শাহ মো. ফারুক, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সহসভাপতি বজলুল গনি ভূইয়া, বাংলাদেশ  সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভাইস প্রেসিডেন্ট গোলাম রহমান ভুইয়াসহ ড্যাব, জিয়া পরিষদ, জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্ট, আইনজীবী সমিতির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। এ ছাড়া অনুষ্ঠান পরিচালনা করেন ডা. মোহাম্মদ আলী সিদ্দিকী।