স্ত্রীসহ ধানের শীষের প্রার্থী মতিয়ার গ্রেপ্তার
ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ও জামায়াতে ইসলামীর নেতা অধ্যাপক মতিয়ার রহমান ও তাঁর স্ত্রী নাজমা রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকার রায়েরবাজার এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আজ বুধবার খবরটি নিশ্চিত করেছেন ঝিনাইদহের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের নামে ২৭টি নাশকতার মামলা রয়েছে বলে জানিয়েছেন তিনি।
হাসানুজ্জামান জানান, মতিয়ার রহমান ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে বিভিন্ন থানায় দায়ের করা অন্তত ২৭টি নাশকতার মামলা বিচারাধীন রয়েছে। প্রার্থী হওয়ার আগে থেকেই পলাতক ছিলেন তাঁরা। গেল কয়েক দিন থেকে ফেসবুকে অডিও/ভিডিও বার্তা দিয়ে নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়ে আসছিলেন ধানের শীষের প্রার্থী মতিয়ার রহমান। এক মাস আগে পুলিশের একটি বিশেষ দল তাঁর সন্ধানে মাঠে নামে। অবশেষে ঢাকার রায়েরবাজারে মেয়েজামাইয়ের বাড়িতে তাঁদের পাওয়া যায়। সেখান থেকে ঢাকা মহানগর পুলিশের সহযোগিতায় ঝিনাইদহ পুলিশের একটি দল তাঁদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।
পরে দুপুর সোয়া ২টার দিকে জেলা পুলিশের বিশেষ শাখা সূত্রে জানা যায়, মতিয়ার রহমান ও তাঁর স্ত্রীকে ঢাকা থেকে ঝিনাইদহে আনা হচ্ছে।