লাঙ্গলের গণজোয়ারে বেসামাল নৌকা : উছমান আলী
নৌকার প্রার্থী সব সুযোগ-সুবিধা ভোগ করে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তারপরও লাঙ্গল মার্কার সমর্থনে গণজোয়ার সৃষ্টি হয়েছে। এতে তিনি বেসামাল হয়ে পড়েছেন।
সিলেট-৩ আসনে লাঙ্গল প্রতীকের প্রার্থী ও জেলা জাতীয় পার্টির (জাপা) সদস্য সচিব মো. উছমান আলী আজ বুধবার দুপুরে নগরীর সুবিদবাজারে সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
সংবাদ সম্মেলনে উছমান আলী আরো বলেন, সিলেট-৩ আসন জাতীয় পার্টির দুর্গ হিসেবে পরিচিত। বিগত নির্বাচনে মহাজোট থেকে আওয়ামী লীগের মাহমুদ উস সামাদ চৌধুরীকে প্রার্থী করা হলে জাতীয় পার্টি তাঁর সঙ্গে থেকে কাজ করে এবং তাঁকে নির্বাচিত করে নিয়ে আসে। এবার এই আসনটিতে মহাজোট থেকে কোনো প্রার্থী দেওয়া হয়নি। তাই আওয়ামী লীগ ও জাতীয় পার্টি আলাদা নির্বাচনে অংশ নিয়েছে।
উছমান আলী অভিযোগ করে বলেন, লাঙ্গল মার্কার জনসমর্থন দেখে ঈর্ষান্বিত হয়ে নৌকার নেতাকর্মীরা হামলা চালাচ্ছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বালাগঞ্জে এক পথসভায় তাদের লেলিয়ে দেওয়া নেতাকর্মীরা হামলা চালায়। এতে জাতীয় পার্টির ১০ নেতাকর্মী ও সমর্থক আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের কাছে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। হামলার কারণে জাতীয় পার্টির নির্বাচনী কার্যক্রম স্থগিত করতে হয়েছে। এ ছাড়া তিনিসহ নেতাকর্মীরা নিরাপত্তাহীন উল্লেখ করে প্রশাসনের সহযোগিতা কামনা করেন উছমান আলী।
সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।