বিআইডব্লিউটিএর চেয়ারম্যানকে অপসারণ
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান ড. মো. শামছুদ্দোহা খন্দকারকে অপসারণ করা হয়েছে। নৌবাহিনীর কর্মকর্তা কমোডর এম মোজাম্মেল হককে চেয়ারম্যান পদে নিয়োগ দিয়ে আজ মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
জনপ্রশাসন মন্ত্রনালয়ের উপসচিব মো. আব্দুস সামাদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা কমোডর এম মোজাম্মেল হক, (জি), এনইউপি, পিএসসি, বিএন (পি নং ৪৬৭) –কে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান পদে প্রেষণে নিয়োগের নিমিত্ত তাঁর চাকরি নৌপরিবহন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হলো।’
গত রোববার মানিকগঞ্জে পদ্মা নদীতে লঞ্চ ‘এমভি মোস্তফা’ ডুবে যাওয়ার দুইদিনের মাথায় বিআইডব্লিউটিএর চেয়ারম্যানকে অপসারণ করা হলো। সারবোঝাই কার্গো এমভি নার্গিসের ধাক্কায় দেড় শতাধিক যাত্রী নিয়ে এমভি মোস্তফা ডুবে যায়। লঞ্চটি পাটুরিয়া থেকে দৌলতদিয়া যাচ্ছিল। গতকাল সোমবার পর্যন্ত ৭০ জনের লাশ উদ্ধার করতে পেরেছে উদ্ধারকর্মীরা। এখনো ১১ জন নিখোঁজ আছেন বলে স্বজনেরা জানিয়েছেন।
শামছুদ্দোহা, তাঁর স্ত্রী ও সন্তানদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের একটি অভিযোগ তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের কর্মকর্তারা জানিয়েছেন, গত বছর থেকে অভিযোগটির তদন্ত করছেন তাঁরা।
২০১১ সালের ১১ অক্টোবর বিআইডব্লিউটিএর চেয়ারম্যান হিসেবে কাজ শুরু করেন শামছুদ্দোহা।