ইভিএমের ৬ আসনে ‘পরীক্ষামূলক ভোট’ আজ

Looks like you've blocked notifications!

ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করে ছয় আসনের ‘পরীক্ষামূলক ভোট’ আজ বৃহস্পতিবার আয়োজন করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

ব্যালট পেপারের পরিবর্তে ইভিএম ব্যবহারের প্রস্তুতি হিসেবে ইসির এই আয়োজন।

ইভিএম প্রকল্পের অপারেশন প্ল্যানিং অ্যান্ড কমিউনিকেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মাহমুদ আরাফাত বলেন, ‘ইভিএমের ছয় আসনের সব কেন্দ্রে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পরীক্ষামূলক ভোট অনুষ্ঠিত হবে।’

ইভিএমের ছয়টি আসন হলো- ঢাকা-৬ ও ১৩, চট্টগ্রাম-৯, রংপুর-৩, খুলনা-২ এবং সাতক্ষীরা-২। এসব আসনের মোট ভোটার সংখ্যা ২১ লাখ ২৪ হাজার ৫৫৪ জন।

আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ সংসদীয় আসনের মধ্যে ছয়টি আসনে ইভিএম ব্যবহার করবে ইসি।

নতুন এই মেশিন ভোটারদের মধ্যে পরিচিত করতে ভোটের তিনদিন আগে ইসি ‘পরীক্ষামূলক ভোট’ আয়োজন করতে যাচ্ছে।

ইসির পরিসংখ্যান অনুযায়ী দেশে বর্তমানে মোট ভোটারের সংখ্যা ১০ কোটি ৪২ লাখ ৩৮ হাজার ৬৭৩ জন।