ভোট ৫০ ভাগ সুষ্ঠু হলেই পাস করব : রেজা কিবরিয়া
হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী ড. রেজা কিবরিয়া বলেছেন, ‘আমি জানি, নির্বাচন সুষ্ঠু হবে না। তবুও জানি, ৫০ ভাগ সুষ্ঠু হলেই আমি পাস করব। নগ্ন কারচুপি করেও আওয়ামী লীগের পক্ষে নির্বাচনে জেতা সম্ভব নয়।’
গতকাল বুধবার বিকেলে নবীগঞ্জ উপজেলার জালালসাপ আদর্শ গ্রামে রেজা কিবরিয়ার গ্রামের বাড়িতে অভিযান চালায় পুলিশ। তারপর রাতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ধানের শীষের এই প্রার্থী।
গণফোরাম নেতা রেজা কিবরিয়া পুলিশি তল্লাশির বিবরণ দিতে গিয়ে বলেন, ‘আমি নির্বাচনী প্রচারে ব্যস্ত ছিলাম। বিকেল ৫টার দিকে একদল পুলিশ আমার বাড়িতে তালা ভেঙে ঢুকে হঠাৎ তল্লাশি চালায় ও ভাঙচুর করে। এ সময় পুলিশ আসামি ধরার নাম করে বিভিন্ন কক্ষে গিয়ে মালামাল তছনছ করতে থাকে। একপর্যায়ে খবর পেয়ে শত শত লোক চলে এলে পুলিশ চলে যায়।’
রেজা কিবরিয়া আরো অভিযোগ করেন, গতকাল সন্ধ্যায় কাজীরবাজার এলাকায় তাঁর গাড়িবহর থেকে ৩২ নেতাকর্মীকে আটক করে নিয়ে যাওয়া হয়। এদের মধ্যে সাতজনের বিরুদ্ধে মামলা রয়েছে। বাকিদের মামলা ছাড়াই আটক করা হয়েছে। বিষয়টি সিলেটে পুলিশের ডিআইজি ও নির্বাচন কমিশনকে জানিয়েছেন।
রেজা কিবরিয়া বলেন, ‘পুলিশ প্রচার করতে দেবে না, এটাই তাদের মূল উদ্দেশ্য। আমি সন্দিহান, ইলেকশন কমিশন কী করে সুষ্ঠু নির্বাচন করবে। সরকার বলুক, আমরা ভোট ছাড়া নির্বাচন চাই, বাংলাদেশে একটি পোষা বিরোধী দল হবে, আমাদের বলুক। সরকার আমাদের বলুক যে বাংলাদেশে প্রতিযোগিতামূলক বিরোধী দল চাই না।’
এক প্রশ্নের জবাবে ধানের শীষের প্রার্থী বলেন, ‘যতই বাধা আসুক, আমরা নির্বাচন থেকে সরে দাঁড়াব না। নির্যাতনে আমাদের অবস্থান আরো শক্তিশালী হচ্ছে। জনগণ আমাদের সঙ্গে রয়েছে।’