বাংলাদেশে শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য নির্বাচন চায় জাতিসংঘ

Looks like you've blocked notifications!

বাংলাদেশের সাধারণ নির্বাচনের সময়, আগে ও পরে সহিংসতা, ভয় ও বলপ্রয়োগমুক্ত পরিবেশ নিশ্চিত করার জন্য সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস। যাতে এখানে একটি শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, আজ বৃহস্পতিবার এক ‍টুইট বার্তায় জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, ‘বাংলাদেশে আসন্ন নির্বাচনের আগে সহিংসতা, ভয় এবং বলপ্রয়োগমুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব।’

জাতিসংঘের মহাসচিব বলেন, ‘সংখ্যালঘু ও নারীসহ সব বাংলাদেশি নাগরিক যেন অবশ্যই নির্বাচনে নিরাপদে ও আত্মবিশ্বাসের সঙ্গে তাদের ভোটের অধিকার প্রয়োগ করতে পারে। নাগরিক সমাজ এবং নির্বাচন পর্যবেক্ষকদের নির্বাচন ব্যবস্থায় তাদের ভূমিকা পালনের মাধ্যমে এ ক্ষেত্রে পূর্ণ সহযোগিতা করতে হবে।’

শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার জন্য জাতিসংঘের সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন গুতেরেস।

ওই বার্তায় তিনি আরো বলেন, ‘সংখ্যালঘু ও নারীসহ সব বাংলাদেশি যেন অবশ্যই নিরাপদ ও আত্মবিশ্বাসের সঙ্গে তাদের ভোট দেওয়ার অধিকার প্রয়োগ করতে পারে।’