প্রতিশ্রুতি দিয়ে প্রচার শেষ করলেন ময়মনসিংহের প্রার্থীরা
ময়মনসিংহে শেষ সময়ে বিরামহীন গণসংযোগ করেছেন প্রার্থীরা। নির্বাচনে বিজয়ী হতে ভোটারদের নানা প্রতিশ্রুতি দিয়েছেন তাঁরা।
গতকাল বৃহস্পতিবার গণসংযোগে ব্যস্ত সময় পার করেছেন বিএনপি, আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রার্থী ও নেতাকর্মীরা।
গতকাল রাত পৌনে ৮টার দিকে ময়মনসিংহ শহরের হরিকিশোর রায় রোডে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নির্বাচনী গণসংযোগ করেছেন বিএনপির প্রার্থী আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।
গতকাল বৃহস্পতিবার শেষ পর্যায়ে নির্বাচনী গণসংযোগ করেছেন বিএনপির প্রার্থী আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। ছবি : এনটিভি
অন্যদিকে গতকাল সন্ধ্যায় ময়মনসিংহ-৭ (ফুলবাড়ীয়া) আসনের আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট মোসলেম উদ্দিন সরকারি ফুলবাড়ীয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে নির্বাচনী জনসভা করেছেন। জনসভায় উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার জন্য নৌকায় ভোট চেয়েছেন তিনি।
একই সময়ে পিকআপে মাইক লাগিয়ে শহরের গাঙ্গিনারপাড় এলাকায় ময়মনসিংহ-৪ (সদর) আসনের প্রার্থী রওশন এরশাদের লাঙ্গলের পক্ষে ভোট চেয়ে নির্বাচনী প্রচার চালিয়েছেন তাঁর কর্মীরা।