কুষ্টিয়ায় প্রচারে নৌকা, দেখা নেই ধানের শীষের

Looks like you've blocked notifications!
গতকাল বৃহস্পতিবার রাতে কুষ্টিয়া শহরের মোল্লাতেঘরিয়ায় জনসভা করেছেন নৌকার প্রার্থী মাহবুবউল আলম হানিফ। ছবি : এনটিভি

কুষ্টিয়ায় শেষ মুহূর্তের নির্বাচনী প্রচারে ব্যস্ত সময় পার করলেন প্রার্থীরা। প্রচারের শেষ দিন গতকাল বৃহস্পতিবার সকাল থেকে শুরু করে রাতেও মিছিল-মিটিং আর জনসভায় ব্যস্ত ছিলেন তাঁরা।

কুষ্টিয়ার চারটি আসনেই নাওয়া-খাওয়া ফেলে প্রচার চালিয়েছেন নৌকার প্রার্থীরা। অন্যদিকে শেষ দিনেও ধানের শীষের প্রার্থীদের কোনো ধরনের প্রচার দেখা যায়নি।

গতকাল রাতে কুষ্টিয়া শহরের মোল্লাতেঘরিয়ায় জনসভা করেছেন নৌকার হেভিওয়েট প্রার্থী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। গত ১০ বছরের উন্নয়নচিত্র তুলে ধরে আগামীতে আরো উন্নয়ন করার প্রতিশ্রুতি দিয়ে নৌকায় ভোট চান তিনি।

হাসানুল হক ইনু তাঁর নির্বাচনী এলাকা কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে একের পর এক নির্বাচনী প্রচার চালিয়ে যান। ছবি : এনটিভি

অন্যদিকে মহাজোটের আরেক হেভিওয়েট প্রার্থী জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু তাঁর নির্বাচনী এলাকা কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে একের পর এক নির্বাচনী প্রচার চালিয়ে যান। বিভিন্ন স্থানে নির্বাচনী সভা, সমাবেশ ও গণসংযোগসহ বিভিন্ন প্রচারে অংশ নিয়েছেন তিনি।