নির্ভয়ে ভোটকেন্দ্রে যাবেন : র‍্যাব ডিজি

Looks like you've blocked notifications!
ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুরে আয়োজিত সম্প্রীতি সমাবেশে কথা বলেন র‍্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ। ছবি : এনটিভি

র‍্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ বলেছেন, ‘নির্ভয়ে ভোটকেন্দ্রে যাবেন, ভোট দেবেন।’ তিনি বলেন, ‘যদি বিনা কারণে, অন্যায়ভাবে, অন্যায্যভাবে আমাদের দেশের কোনো সম্প্রদায়, কোনো মানুষকে কেউ ক্ষতি করার চেষ্টা করে তাদের হাত ভেঙে দেওয়া হবে।’

আজ শুক্রবার দুপুরে সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের শিংপাড়া এলাকায় এক ধর্মীয় সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বেনজীর আহমেদ। এর আগে সেখানে র‌্যাব মহাপরিচালক নির্বাচনী হামলার শিকার এক হিন্দু পরিবারের গৃহ পুনঃনির্মাণ কাজ উদ্বোধন করে ওই পরিবারের কাছে নব নির্মিত আটটি ঘর হস্তান্তর করেন।

বেনজীর আহমেদ বলেন, ‘অন্যায়ভাবে, অন্যায্যভাবে, বিনা কারণে কেউ আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না। যদি বিনা কারণে, অন্যায়ভাবে অন্যায্যভাবে আমাদের দেশের কোনো সম্প্রদায়, কোনো মানুষকে কেউ ক্ষতি করার চেষ্টা করে তাদের হাত ভেঙে দেওয়া হবে। যারা বিনাকারণে নিরীহ মানুষের ক্ষতি করতে চায় তাদের আমাদের এ প্রিয় বাংলাদেশে প্রয়োজন নেই।’

তিনি আরো বলেন, ‘সম্ভাবনার বাংলাদেশে আমরা একসঙ্গে কাজ করব।’

বেনজীর আহমেদ বলেন, ‘এই দেশ আমাদের সকলের দেশ। বঙ্গবন্ধুর নেতৃত্বে এই বাংলার হিন্দু, খ্রিস্টান, মুসলমান, এই বৌদ্ধসহ সবাই মিলে আমরা দেশ স্বাধীন করেছি। আজকে এই দেশ পৃথিবীর সবাইকে অবাক করে দিয়ে সামনে এগিয়ে আছে। এখন আপনার পাশেই উন্নতির ছোঁয়া।’

উপস্থিত জনতার উদ্দেশে বেনজীর বলেন, ‘এখানে এক সময় মঙ্গা হতো, সেই মঙ্গা পরাজিত হয়েছে। প্রতিটা ক্ষেতে ফসল দেখছি আমি। আমরা সবাই মিলে এগিয়ে যাচ্ছি। এটি সম্ভব হয়েছে একটি ভালো রাষ্ট্র পরিচালনার কৌশল অনুসরণের জন্য। আজ বাংলাদেশ দারিদ্র মুক্ত, ক্ষুধা মুক্ত হতে চলেছে।’

বার্তা সংস্থা বাসস জানিয়েছে, সম্প্রীতি সমাবেশে আরো বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কে.এম কামরুজ্জামান, পুলিশ সুপার মো. মনিরুজ্জামান, ঠাকুরগাঁও ৫০ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্ণেল তুহিন মোহাম্মদ মাসুদ, ঠাকুরগাঁও জেলা পূজা উৎযাপন পরিষদের সভাপতি অরুনাংশু দত্ত টিটো প্রমুখ।

এ সময় র‌্যাবের বিভিন্ন স্তরের কর্মকর্তা, পুলিশ বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।