ভোটারদের নির্বিঘ্নে ভোট দেওয়ার আহ্বান এইচ টি ইমামের
ভোটারদের নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমাম। আজ শনিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
এইচ টি ইমাম বলেন, এবারের নির্বাচনে উৎসবমুখর পরিবেশে প্রচার-প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন কমিশন বলেছিল, নির্বাচনের ঠিক ৪৮ ঘণ্টা আগ পর্যন্ত প্রচার-প্রচারণা করা যাবে। ঠিক সেভাবেই আমরা প্রচার-প্রচারণা শেষ করেছি। এ ছাড়া রাস্তাঘাট সব ফাঁকা। সুন্দরভাবে যাতায়াত করা যাচ্ছে। বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী, ভোটার এবং দেশের সর্বস্তরের জনগণ প্রচারণায় অংশ নিয়েছেন। সারা দেশে নৌকার পক্ষে অভূতপূর্ব গণজোয়ার সৃষ্টি হয়েছে ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেন, জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম তাদের সংবাদে বলেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারো তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছে।
এইচ টি ইমাম বলেন, বাংলাদেশে যা কিছু অর্জিত হয়েছে তা আওয়ামী লীগের হাত ধরে হয়েছে। এদেশে ভাত ও ভোটের অধিকারের জন্য দীর্ঘ সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।
নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিএনপির প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ আগাম অভিযোগ প্রস্তুত করে রেখেছেন বলে মন্তব্য করেন এইচ টি ইমাম।
আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমাম আজ শনিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন। ছবি : সাইফুল সুমন
আগামীকাল ৩০ ডিসেম্বর দেশের ২৯৯টি আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে। এবার ১০ কোটি ৪৬ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।