নেত্রকোনার দুর্গাপুরে শরৎবরণ উৎসব

Looks like you've blocked notifications!

‘এসো করি মাদক বর্জন-গড়ি মোরা নতুন জীবন’ — এ শ্লোগানকে সামনে রেখে সুহৃদ সমাবেশ দুর্গাপুর উপজেলা কমিটির উদ্যোগে নানা কর্মসূচীর মধ্য দিয়ে রোববার দুর্গাপুরে শরৎবরণ উৎসব উদযাপিত হয়। এ উপলক্ষে র‌্যালি, আবৃত্তি, রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।

সাহিত্য গবেষক ও কবি ফরিদ আহমদ দুলাল রোববার দুপুরে ফিতা কেটে মাদক বিরোধী র‌্যালির উদ্বোধন করেন। র‌্যালিতে উপজেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক- শিক্ষার্থী, রাজনীতিক, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সমাজের নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

নৃ-তাত্ত্বিক আদিবাসি অডিটরিয়াম থেকে র‌্যালিটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে আদিবাসি অডিটরিয়ামে প্রবীন রাজনীতিবিদ দুর্গাপ্রসাদ তেওয়ারীর সভাপতিত্বে শরৎবরণ উৎসবকে স্বাগত জানিয়ে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন স্কুল কলেজের প্রায় ২০০ শিক্ষার্থী ‘মাদককে না বলুন’ বলে শপথ গ্রহন করে।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন — নৃ-তাত্ত্বিক গবেষক আলী আহমেদ খান আইয়ুব, দুর্গাপুর পৌরসভার মেয়র স.ম. জয়নাল আবেদীন, মুক্তিযোদ্ধা কমান্ডার সোহরাব হোসেন তালুকদার, সমকাল সুহৃদ সমাবেশ জেলা কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সাহা, দুর্গাপুর প্রেসক্লাবের সভাপতি মোহন মিয়া, উপজেলা কৃষক লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল্লাহ হক, দুর্গাপুর মহিলা কলেজের অধ্যক্ষ দিলোয়ারা বেগম, সুসং ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ রেমন্ড আরেং, সুহৃদ সমাবেশ দুর্গাপুর উপজেলা কমিটির সভাপতি আদিত্য কৃষাণ, সম্পাদক সুসং ডিগ্রি কলেজের প্রভাষক নূরে আলম সিদ্দিকী, ইভেন্টফুল বাংলাদেশ সোসাইটির নির্বাহী পরিচালক মো. রুনুজ্জামান খান, আদিবাসি নেতা মতিলাল হাজং, উপজেলা যুবলীগের আহ্বায়ক আব্দুল হান্নান প্রমুখ। পরে আবৃত্তি, সাংস্কৃতিক পরিবেশনা, রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের মধ্যদিয়ে বিকেলে অনুষ্ঠান শেষ হয়।