কেমন ভোট হচ্ছে, নিজেদের প্রশ্ন করুন : সাংবাদিকদের মাহবুব

Looks like you've blocked notifications!
নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার আজ রোববার সকাল সোয়া ৯টার দিকে রাজধানীর মগবাজারে ইস্পাহানি বালিকা বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। ছবি : এনটিভি

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার আজ রোববার সকাল সোয়া ৯টার দিকে রাজধানীর মগবাজারের ইস্পাহানি বালিকা বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন। এ কেন্দ্রে তিনি বিরোধী প্রার্থীদের কোনো এজেন্ট পাননি বলে জানান সাংবাদিকদের।

ভোট প্রদান শেষে কেন্দ্র থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন মাহবুব তালুকদার।

কেমন ভোট হচ্ছে—জানতে চাইলে জবাবে নির্বাচন কমিশনার সাংবাদিকদের বলেন, ‘কেমন ভোট হচ্ছে, এটা আপনারা ভালোভাবেই জানেন। আপনারা নিজেদেরই প্রশ্ন করুন। তাহলেই বুঝতে পারবেন, কেমন ভোট হচ্ছে। তা ছাড়া এখানে নির্বাচনের দায়িত্বে যাঁরা আছেন, তাঁদেরও জিজ্ঞেস করুন।’

মাহবুব তালুকদার আরো বলেন, ‘আমি তো আমার নিজের কেন্দ্রে এসেও বিরোধী পক্ষের কারো এজেন্ট পেলাম না। কেন পেলাম না, এটা তাদের কাছেই জানতে চান।’

‘আমি সকাল থেকেই নির্বাচন নিয়ে অংসখ্য অভিযোগ পাচ্ছি। এগুলো নানামুখী অভিযোগ। সুষ্ঠু নির্বাচন করা একজন নির্বাচন কমিশনার হিসেবে আমার একক কোনো রেসপনসিবিলিটি (দায়িত্ব) নয় বলে আমি মনে করি।’

মাহবুব তালুকদার বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন জাতির প্রত্যাশা। এ নির্বাচন অবশ্যই হতে হবে গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য।