এ নির্বাচন অনাচারের : রিজভী

Looks like you've blocked notifications!
রাজধানীর নয়াপল্টনে বিএনপির প্রধান কার্যালয়ে একাদশ নির্বাচনে ভোট গ্রহণের সার্বিক পরিস্থিতি বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রোববার কথা বলেন রিজভী আহমেদ। ছবি : এনটিভি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘অনাচারের’ নির্বাচন বলে আখ্যায়িত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ।

আজ রোববার রাজধানীর নয়াপল্টনে বিএনপির প্রধান কার্যালয়ে একাদশ নির্বাচনে ভোট গ্রহণের সার্বিক পরিস্থিতি বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন রিজভী আহমেদ।

ক্ষমতাসীন দল আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় দেশজুড়ে ভোটের ফল নিজেদের অনুকূলে নেওয়ার চেষ্টা করছে অভিযোগ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘এ নির্বাচন যে কত মর্মস্পর্শী, মর্মঘাতী, কত মানুষের জীবনশঙ্কার কারণ হতে পারে, সেটির নমুনা আপনারা দেখছেন।’

সরকারদলীয়দের সমালোচনা করে রিজভী বলেন, ‘পয়লা সেপ্টেম্বর থেকে তো জেলখানার পর জেলখানা লাল দেয়াল, লাল বিল্ডিং ভরে ফেলেছেন বিএনপির নেতাকর্মীতে। তার পরেও ১৮ প্রার্থী। তাঁরা প্রার্থী হয়েও প্রতিযোগিতা করতে পারেনি, স্থগিত করা হয়েছে।’

‘এই যে অনাচার, এই যে নির্বাচন কমিশন, আদালত দিয়ে বিএনপির ওপরে, জাতীয় ঐক্যফ্রন্টের ওপরে, ২০ দলীয় ঐক্যজোটের ওপরে যে আঘাত আনা হয়েছে নির্বাচনে, তার পরও তারা ক্ষান্ত হয়নি,’ বলেন রিজভী আহমেদ।