ইভিএম কেন্দ্রে কারচুপির অভিযোগ ববি হাজ্জাজের

Looks like you've blocked notifications!

ভোটকেন্দ্রে  ইভিএম নিয়ে অভিনব কায়দায় কারচুপির অভিযোগ করেছেন ঢাকা-৬ আসনের গণঐক্যের (হারিকেন) প্রার্থী ও ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্টের চেয়ারম্যান ববি হাজ্জাজ। এ ছাড়া এজেন্টদের বের করে দেওয়া, ভোটারদের বাধা দেওয়াসহ নানা অভিযোগ জানিয়েছেন ববি হাজ্জাজ।

আজ রোববার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনও অভিযোগগুলো নিয়ে নির্বাচন কমিশনে যান ববি। এ সময় তিনি ইসি সচিব হেলালুদ্দীন আহমদের সঙ্গে দেখা করতে চান। কিন্তু ইসি সচিব দেখা করেননি। তিনি রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ দিয়ে যেতে বলেন।

এরপর ইসি ভবনের মিডিয়া সেন্টারে সকাল সাড়ে ১০টার দিকে সংবাদ সম্মেলন করে ববি হাজ্জাজ অভিযোগগুলো জানান।

পরে এ বিষয়ে জানতে চাইলে হেলালুদ্দীন আহমদ বলেন, ‘রিটার্নিং কর্মকর্তার কাছে দেওয়া অভিযোগ আমরা পেয়ে যাব। এখন কী আর করব?’

অভিযোগে ববি হাজ্জাজ বলেন, ‘আমি আমার নিজের এলাকার অনেক সেন্টারে ঢুকতে পারিনি। নবাবপুর হাইস্কুল কেন্দ্রে আমি ঢুকতে পারিনি। সেখানে যখন বাধা দেওয়া হচ্ছিল, কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও পাইনি।’

ববি হাজ্জাজ বলেন, ‘ইভিএমের কেন্দ্রে অভিনব কায়দায় কারচুপি করা হচ্ছে। আমরা তো আগে ভেবেছিলাম, মেশিন ম্যানিপুলেশন হবে। এখন তো ভোটকেন্দ্রই দখল হচ্ছে। দুভাবে ইভিএমের কেন্দ্রে ভোট কারচুপি করা হচ্ছে। বুথে গিয়ে দাঁড়িয়ে থেকে লাঙ্গল মার্কার লোকেরা ভোটারদের বলছে আবার কোথায় ভোট দেবেন। আর এনআইডি কার্ড নিয়ে সেখান থেকেই বের করে দেওয়া হচ্ছে।’