বিএনপির স্থায়ী কমিটির বৈঠক কাল
২৯৯ আসনে অনুষ্ঠিত হওয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিশ্চিত পরাজয়ের মুখে বিএনপি। আগামীকাল সোমবার দলের স্থায়ী কমিটি ও ২০ দলের বৈঠক আহ্বান করেছে দলটি।
আজ রোববার রাতে এনটিভি অনলাইনকে এ তথ্য জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের গণমাধ্যম শাখার কর্মকর্তা শামসুদ্দিন দিদার।
শামসুদ্দিন দিদার বলেন, ‘বিকেল ৪টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রথমে দলের স্থায়ী কমিটির সদস্যরা বৈঠক করবেন। এরপর সন্ধ্যা ৬টায় একই স্থানে বৈঠক হবে ২০-দলীয় জোট নেতাদের।’
জানা যায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যফ্রন্টের প্রার্থীদের ভয়াবহ বিপর্যয় এবং আগামী দিনের করণীয় বিষয়ে এসব বৈঠক আলোচনা করা হবে।
এ ছাড়া বিএনপির সিনিয়র নেতারা জাতীয় ঐক্যফন্ট্রের সঙ্গে বৈঠক করবেন বলে জানা যায়।