নেতাকর্মীদের আনন্দ মিছিল না করার নির্দেশ শেখ হাসিনার

Looks like you've blocked notifications!
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন দলের নির্বাচনী পরিচালনার কো-চেয়ারম্যান এইচ টি ইমাম। ছবি : ফোকাস বাংলা

দলের নেতা-কর্মী ও সমর্থকদের কোনো ধরনের আনন্দ মিছিল না করার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে বাংলাদেশ আওয়ামী লীগের মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন ক্ষমতাসীন দলের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমাম। বার্তা সংস্থা ইউএনবি এ তথ্য জানিয়েছে।

শেখ হাসিনাকে উদ্ধৃত করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইমাম বলেন, ‘এখন কোনো আনন্দ মিছিল করার সময় নয়, এটি জাতি গড়ে তোলার উপযুক্ত সময়।’

৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় নির্বাচনকে ‘ঐতিহাসিক’ উল্লেখ করে এইচটি ইমাম বলেন, ‘নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হয়েছে। বিদেশি ও স্থানীয় পর্যবেক্ষকরাও শান্তিপূর্ণ পরিবেশ এবং স্বতঃস্ফূর্ত ভোটের জন্য তাদের সন্তোষ প্রকাশ করেছেন।’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা আরো বলেন, ‘দলীয় সরকারের অধীনে যে শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব, এই নির্বাচন তার প্রমাণ।’

সারা দেশে নির্বাচনে সহিংসতা প্রসঙ্গে এইচটি ইমাম অভিযোগ করেন, বিএনপি-জামায়াত জোটের সহিংস হামলায় তাদের নেতাকর্মী ও সমর্থকরা নিহত ও আহত হয়েছে।