অনিয়মের প্রতিবাদে ভোট দেননি বিএনপি প্রার্থী মজিবুল হক
চরম অনিয়ম ও ভোট চুরির অভিযোগ এনে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের বিএনপির প্রার্থী কে এম মজিবুল হক ভোট না দিয়েই কেন্দ্র থেকে ফিরে গেছেন।
তাঁর অভিযোগ, সরকারদলীয় নেতাকর্মীরা প্রশাসনের সহযোগিতায় ভোটের আগের দিন অর্থাৎ শনিবার রাতেই ভোট চুরি করে ব্যালট বাক্স ভরে রেখেছে। ভোটের দিন শুধু লোক দেখানোর জন্য একটি নাটক তৈরি করেছে তারা। যার প্রতিবাদে তিনি ভোট দেননি।
কে এম মজিবুল হক বলেন, রোববার সকাল থেকে মুরাদনগরের বিভিন্ন ভোটকেন্দ্রে গিয়ে দেখা যায়, কোথাও ধানের শীষের পোলিং এজেন্ট নেই। সবাইকে বের করে দেওয়া হয়। ভোটাররা বিভিন্ন কেন্দ্রে ভোট দিতে গেলেও সরকারদলীয় নেতাকর্মীরা তাদের ফিরিয়ে দেয়। দিনভর সব কেন্দ্র নৌকার সমর্থকরা দখলে রাখে।
কে এম মজিবুল হক বলেন, সকালে মুরাদনগর ডিআর উচ্চ বিদ্যালয় ভোট দিতে যান বৃদ্ধা আছিয়া বেগম। পোলিং অফিসার তাঁর হাতের আঙুলে অমোচনীয় কালি লাগিয়ে দেন। এরপর আছিয়া বেগম ব্যালট পেপার চাইলে তাঁকে বলা হয়, ভোট দিতে হবে না, চলে যান। কিন্তু তারপরও আছিয়া ভোট দিতে চাইলে তাঁকে ধমক দিয়ে বের করে দেওয়া হয়। পরে ভোটকেন্দ্র থেকে কাঁদতে কাঁদতে বের হন তিনি।