লক্ষ্মীপুরের ৩ আসনে মহাজোট, একটিতে স্বতন্ত্র

Looks like you've blocked notifications!
লক্ষ্ণীপুরে বিজয়ী প্রার্থীরা। ছবি : সংগৃহীত

লক্ষ্মীপুরের চারটি আসনের তিনটিতে মহাজোটের নৌকা ও একটিতে স্বতন্ত্র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। গতকাল রোববার রাত ৯টার দিকে একাদশ সংসদ নির্বাচনে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল এ ফলাফল ঘোষণা করেন।

লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে আওয়ামী লীগের প্রার্থী আনোয়ার হোসেন খান (নৌকা) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন এক লাখ ৮৫ হাজার ৪৩৮ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী এলডিপির সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম (ধানের শীষ) তিন হাজার ৮৯২ ভোট পেয়েছেন।

লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর একাংশ) আসনে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শহিদ ইসলাম  বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। আপেল প্রতীক নিয়ে তিনি পেয়েছেন দুই লাখ ৫৬ হাজার ৭৮৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জেলা বিএনপির সভাপতি আবুল খায়ের ভূঁইয়া (ধানের শীষ) ২৮ হাজার ৬৫ ভোট পেয়েছেন।

লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে আওয়ামী লীগের প্রার্থী বিমানমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল (নৌকা) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন দুই লাখ ৩৩ হাজার ৭২৮ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্টের প্রার্থী কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি (ধানের শীষ) ১৪ হাজার ৪৯২ ভোট পেয়েছেন।

লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে মহাজোটের প্রার্থী বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান (নৌকা) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন এক লাখ ৮৩ হাজার ৯০৬ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্ট প্রার্থী জেএসডির সভাপতি আ স ম আবদুর রব (ধানের শীষ) ৪০ হাজার ৯৭৩ ভোট পেয়েছেন।