জামালপুরের সব আসনেই জয়ী আ.লীগ

Looks like you've blocked notifications!

জামালপুরের পাঁচটি আসনেই জয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থীরা। গতকাল রোববার একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। জামালপুর থেকে এ নির্বাচনে অংশ নিয়েছিল সব দলের মোট ৩২ প্রার্থী।

নির্বাচনে জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন নৌকা প্রতীকের আবুল কালাম আজাদ। ১২০টি কেন্দ্রে তিনি পেয়েছেন দুই লাখ ৭৪ হাজার ৬০৫ ভোট। অন্যদিকে, এ আসনে নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আবদুল মজিদ পেয়েছেন পাঁচ হাজার ২২৪ ভোট।

জামালপুর-২ (ইসলামপুর) আসনে জয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী ফরিদুল হক খান দুলাল। ৮৮টি কেন্দ্রে  তিনি পেয়েছেন এক লাখ ৮০ হাজার ৪০৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী সুলতান মাহমুদ বাবু পেয়েছেন ১৬ হাজার ৭২১ ভোট।

জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনেও জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মির্জা আজম। মির্জা পেয়েছেন ১৩৯টি কেন্দ্রে তিন লাখ ৮৫ হাজার ১১৩ ভোট। এ আসনে বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুল পেয়েছেন চার হাজার ৩৭৭ ভোট।

জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে আওয়ামী লীগের প্রার্থী ডা. মুরাদ হাসান নির্বাচিত হয়েছেন। মোট ৮৪টি কেন্দ্রে  তিনি পেয়েছেন দুই লাখ ১৭ হাজার ১৯৮ ভোট। অন্যদিকে, এ আসনে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মোখলেছুর রহমান বস্তু পেয়েছেন এক হাজার ৫৯৩ ভোট।

আর জামালপুর-৫ (সদর) আসনে তিন লাখ ৭৩ হাজার ৯০৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী অ্যাডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন পেয়েছেন ৩০ হাজার ৯৭৪ ভোট।