ফরিদপুরের তিনটিতে নৌকা জয়ী, একটিতে স্বতন্ত্র

Looks like you've blocked notifications!
ফরিদপুরের চারটি আসনের বিজয়ী প্রার্থীরা। ছবি : সংগৃহীত

ফরিদপুরের চারটি আসনের তিনটিতে জয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থীরা এবং একটি আসনে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী।

এই চারটি আসনে ফরিদপুরের ১৪ লাখ ২০ হাজার ৬৭২ ভোটারের মধ্যে ৮৫ শতাংশ ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

গতকাল রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ৬৫৭টি কেন্দ্রে ভোট নেওয়া হয় বলে জানিয়েছেন জেলার রিটার্নিং কর্মকর্তা উম্মে সালমা তানজিয়া। বড় ধরনের সহিংসতা ছাড়াই এ চারটি আসনে ভোটাররা তাঁদের ভোট দিয়েছেন বলে জানান তিনি।

চারটি আসনের মধ্যে ফরিদপুর-১ আসনে আওয়ামী লীগ প্রার্থী মঞ্জুর হোসেন তিন লাখ ছয় হাজার ৮৯১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী শাহ মো. আবু জাফর পেয়েছেন ২৬ হাজার ১৬২ ভোট।

ফরিদপুর-২ আসনে আওয়ামী লীগ প্রার্থী সৈয়দা সাজেদা চৌধুরী দুই লাখ ১৯ হাজার ৬০৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী শামা ওবায়েদ ইসলাম পেয়েছেন ১৪ হাজার ৮৮৫ ভোট।

ফরিদপুর-৩ আসনে আওয়ামী লীগ প্রার্থী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন দুই লাখ ৭৪ হাজার ৮৭১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী চৌধুরী কামাল ইবনে ইউসুফ পেয়েছেন ২১ হাজার ৭০৪ ভোট।

ফরিদপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান চৌধুরী নিক্সন এক লাখ ৪৩ হাজার ৭০৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। অন্যদিকে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী কাজী জাফরউল্লাহ পেয়েছেন ৯৫ হাজার ১৮৮ ভোট।