চুয়াডাঙ্গার পুনর্নির্বাচিত আ.লীগের দুই সাংসদ

Looks like you've blocked notifications!
চুয়াডাঙ্গা-১ আসনের জয়ী নৌকার প্রার্থী হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ও চুয়াডাঙ্গা-২ আসনের জয়ী নৌকার প্রার্থী সাংসদ আলী আজগার। ছবি : সংগৃহীত

চুয়াডাঙ্গা-১ আসনে নৌকার প্রার্থী হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার তিন লাখ নয় হাজার ৯৭২ ভোট পেয়ে পুনর্নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী শরীফুজ্জামান শরীফ পেয়েছেন ২৩ হাজার ১২০ ভোট। এ আসনে লাঙ্গল প্রতীক নিয়ে সোহরাব হোসেন পেয়েছেন চার হাজার ৬৭৬ ভোট, হাতপাখার জহুরুল ইসলাম পেয়েছেন ছয় হাজার ৯৭৩ ভোট ও মেরিনা আক্তার হারিকেন মার্কা নিয়ে পেয়েছেন এক হাজার ৪৯৬ ভোট।

চুয়াডাঙ্গা-২ আসনে নৌকার প্রার্থী সাংসদ আলী আজগার দুই লাখ ৯৮ হাজার ৮৩৭ ভোট পেয়ে পুনর্নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী মাহমুদ হাসান খান পেয়েছেন ২৬ হাজার ৯২৪ ভোট। এ ছাড়া গোলাপ ফুল প্রতীকের আবদুল লতিফ খান পেয়েছেন পাঁচ হাজার ২১২ ভোট, হাতপাখার হাসানুজ্জামান পেয়েছেন চার হাজার ১০৪ ভোট ও মাছ মার্কার শেখ লালন আহমেদ পেয়েছেন ৫৪৮ ভোট।

ভোটগণনা শেষে গতকাল রাতে রিটার্নিং কর্মকর্তার নিয়ন্ত্রণকক্ষ থেকে ফল ঘোষণা করেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা হাকিম মনিরা পারভীন।