ঝিনাইদহে পারিবারিক কলহের জেরে যুবক নিহত
ঝিনাইদহ সদর উপজেলায় পারিবারিক কলহের জেরে চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে তরিকুল মণ্ডল (২২) নামের এক যুবক খুন হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার নিজ-মথুরাপুর গ্রামে এ ঘটনা ঘটে। তরিকুল গ্রামের তক্কেল মণ্ডলের ছেলে।
এ হত্যাকাণ্ডের ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশাস জানান, গতকাল সন্ধ্যায় তক্কেল মণ্ডলের সঙ্গে তাঁর বাইসাইকেল নিয়ে ভাতিজা বাঁধনের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তক্কেল ভাতিজাকে থাপ্পড় দেন। এতে ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র নিয়ে বাঁধন চাচাকে কোপাতে গেলে পাশে থাকা চাচাতো ভাই তরিকুল তাঁকে বাধা দেন। সে সময় আক্রোশের জেরে তরিকুলকেই কুপিয়ে আহত করেন বাঁধন।
পরে তরিকুলকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক ডা. ফাল্গুনী রানী সাহা জানান, ধারালো অস্ত্রের আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তরিকুল মারা যান।