এরশাদের অবর্তমানে জাপার চেয়ারম্যান জিএম কাদের

Looks like you've blocked notifications!
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ ও তাঁর ছোট ভাই জিএম কাদের। পুরোনো ছবি : এনটিভি

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের অবর্তমানে তাঁর ছোট ভাই গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরই হবেন দলটির চেয়ারম্যান। আজ মঙ্গলবার এরশাদ এক চিঠিতে দলের উত্তরসূরির নাম ঘোষণা করেন।

এরশাদ চিঠিতে বলেছেন, ‘আমি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে পার্টির সর্বস্তরের নেতাকর্মী-সমর্থকদের জ্ঞাতার্থে জানিয়ে রাখছি যে, আমার অবর্তমানে পার্টির বর্তমান কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। আশা করি, পার্টির জাতীয় কাউন্সিল আমার মতো তাঁকেও চেয়ারম্যান নির্বাচিত করে পার্টির সার্বিক দায়িত্ব তাঁকে অর্পণ করবে।

পার্টির চেয়ারম্যান হিসেবে আমি যত দিন দায়িত্ব পালন করব- গোলাম মোহাম্মদ কাদের আমাকে সহযোগিতা করবেন।’

জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ চিকিৎসা নেওয়ার জন্য গত ১০ ডিসেম্বর সিঙ্গাপুরে যান। চিকিৎসা নিয়ে গত ২৬ ডিসেম্বর তিনি দেশে ফিরে আসেন। এরপর থেকে তিনি রাজধানীর বারিধারা নিজের বাসভবনেই অবস্থান করছেন।