নতুন করে নির্বাচনের দাবি কাদের সিদ্দিকীর

Looks like you've blocked notifications!
মোহাম্মদপুরে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। ছবি : এনটিভি

নতুন করে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করতে সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি ও ঐক্যফ্রন্ট নেতা বঙ্গবীর কাদের সিদ্দিকী।

কাদের সিদ্দিকী বলেছেন, ‘দেশের ও মানুষের স্বার্থে এই নির্লজ্জ ভোট ডাকাতির নির্বাচন বাতিল করে অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে নতুন জাতীয় নির্বাচনের ব্যবস্থা করতে সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানাচ্ছি।’

আজ  বুধবার রাজধানীর মোহাম্মদপুরে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে একাদশ সংসদ নির্বাচন নিয়ে কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিক্রিয়া তুলে ধরেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। এ সময় তিনি এসব কথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন, ‘গত ৩০ ডিসেম্বরের সাধারণ নির্বাচন একটি কলঙ্কিত অধ্যায় হিসেবে ভাবিকালে বিবেচিত হবে। সরকার ও একটি দল তাঁরা বিপুল ভোটে নির্বাচিত হয়েছে বলে দাবি করলেও ইতিহাস এবং পর্যবেক্ষণ সেটাকে স্বীকার করবে না।’

এ নির্বাচনকে প্রহসন উল্লেখ করে কাদের সিদ্দিকী বলেন, ‘এ ঘটনার মধ্য দিয়ে আওয়ামী লীগ জনগণের কাছে নিজেদের নৈতিক অস্তিত্ব হারিয়েছে, দলটির সব অর্জন ঝরে গেছে।’

এ সময় গত ৩০ ডিসেম্বরের নির্বাচন নিয়ে নানা অভিযোগ তুলে ধরেন এই ঐক্যফ্রন্ট নেতা।