ধানের শীষের প্রার্থীদের সঙ্গে জরুরি বৈঠক কাল

Looks like you've blocked notifications!

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া ধানের শীষ প্রতীকের প্রার্থীদের সঙ্গে জরুরি বৈঠকে বসবে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। আগামীকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

গুলশান কার্যালয়ের গণমাধ্যম শাখার সদস্য শায়রুল কবির খান ও শামসুদ্দিন দিদার এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ফলাফল প্রত্যাখ্যান করে নিরপেক্ষ সরকারের অধীনে আবারও নির্বাচনের দাবি জানিয়েছে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট। দাবি আদায়ে জোটের ৩০০ প্রার্থীকে নিয়ে নির্বাচন কমিশনে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করেছেন ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন। এ জন্য ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করা ৩০০ প্রার্থীকে ঢাকায় তলব করা হয়েছে।

এদিকে আগামীকাল ধানের শীষের ৩০০ প্রার্থীর সঙ্গে বৈঠক শেষে তাদের নিয়ে নির্বাচন কমিশনে গিয়ে স্মারকলিপি দেওয়ার কথা রয়েছে ঐক্যফ্রন্টের। গত ৩১ ডিসেম্বর ঐক্যফ্রন্টের বৈঠক শেষে এ কর্মসূচি ঘোষণা করা হয়।