মাদক ব্যবসার দায়ে সিরাজগঞ্জে যাবজ্জীবন

Looks like you've blocked notifications!
মাদক ব্যবসার দায়ে সিরাজগঞ্জে নাদিরা ফুনকুনকে আজ বুধবার যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন আদালত। ছবি : এনটিভি

মাদক ব্যবসার দায়ে সিরাজগঞ্জে নাদিরা ফুনকুন (৫০) নামের এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার বিকেলে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফাহমিদা কাদের এ রায় দেন।

এই আদালতের পাবলিক প্রসিকিউটর আবদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

দণ্ড পাওয়া নাদিরা ফুনকুন রাজশাহীর গোদাগাড়ি উপজেলার মহিসালবাড়ি গ্রামের ফারুক আহমেদের স্ত্রী।

মামলার নথি সূত্রে জানা যায়, ২০০৯ সালের ৭ মার্চ রাজশাহী থেকে ২৫০ গ্রাম হেরোইন নিয়ে বাসে করে ঢাকা যাচ্ছিলেন নাদিরা ফুনকুন। গোপন সংবাদের ভিত্তিতে বঙ্গবন্ধু সেতু থানা পুলিশ বাসটি গতিরোধ করে তল্লাশি চালায়। এ সময় ২৫০ গ্রাম হেরোইনসহ নাদিরা ফুনকুনকে আটক করে। পরে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে। সাক্ষ্য প্রমাণ শেষে আসামির উপস্থিতিতে আদালত আজ রায় ঘোষণা করেন।