সোহরাওয়ার্দীতে ১৯ জানুয়ারি আ.লীগের মহাসমাবেশ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় উদযাপন করতে আওয়ামী লীগ রাজধানীতে মহাসমাবেশ করবে।
আগামী ১৯ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে এই মহাসমাবেশ অনুষ্ঠিত হবে বলে দলের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক বিবৃতিতে আজ জানানো হয়েছে।
গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল বিজয় পেয়েছে আওয়ামী লীগ। জাতীয় সংসদের ২৯৮টি আসনের মধ্যে আওয়ামী লীগ ২৫৭টি, হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি ২২টি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি পাঁচটি, ওয়ার্কার্স পার্টি তিনটি, জাতীয় সমাজতান্ত্রিক দল দুটি, বিকল্পধারা বাংলাদেশ দুটি, গণফোরাম দুটি, জাতীয় পার্টি—জেপি একটি এবং তরীকত ফেডারেশন একটি আসনে বিজয়ী হয়েছে। এ ছাড়া নির্বাচনে তিনজন স্বতন্ত্র সদস্য নির্বাচিত হয়েছেন।
গতকাল আওয়ামী লীগের সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। তারপর আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় শেখ হাসিনা সর্বসম্মতিক্রমে সংসদ নেতা নির্বাচিত হয়েছে। এদিন বিকেলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করে সরকার গঠনের অনুমতি চান। রাষ্ট্রপতির অনুমতি পাওয়ার পর জানানো হয়, আগামী সোমবার মন্ত্রিসভার নতুন সদস্যরা শপথ নেবেন।
এই নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ টানা তৃতীয়বারের মতো জয়লাভ করেছে। ২০০৯ সাল থেকে টানা ক্ষমতায় আছে স্বাধীনতা যুদ্ধে নেতৃত্বদানকারী দলটি। প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা টানা তৃতীয়বারের মতো শপথ নিয়ে বাংলাদেশে ইতিহাসে অনন্য নজির স্থাপন করবেন। এর আগেও ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা।