সংবাদ সম্মেলনে রিজভী

ধর্ষণের ঘটনায় জাতি কাঁদছে, আর সিইসি পিঠা উৎসব করছেন

Looks like you've blocked notifications!
রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আজ শনিবার সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি : এনটিভি

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেছেন, নির্বাচনপরবর্তী সহিংসতায় নোয়াখালীর সুবর্ণচরে এক নারী ধর্ষণের ঘটনায় সারা জাতি যখন কাঁদছে, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) তখন মানবতা বিসর্জন দিয়ে পিঠা উৎসব করছেন।

আজ শনিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন রিজভী আহমেদ।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, ‘সুবর্ণচরের ঘটনা শুধু একটি ছোট্ট পরিবার বা এলাকার বা একটি দেশের ঘটনা নয়। এটা বিশ্ববিবেককে ব্যথিত করেছে।’  

এর পরিপ্রেক্ষিতে প্রধান নির্বাচন কমিশনারের ভূমিকা ও মানসিকতা নিয়ে প্রশ্ন তুলে রিজভী আহমেদ বলেন, ‘হায়! কী বিবেক নিয়ে, কী মনুষ্যত্ব নিয়ে এই প্রধান নির্বাচন কমিশনার আর তাঁর কমিশনাররা মানবতার কান্নায় যখন ডুকরিয়ে কাঁদছে গোটা জাতি, তখন তাঁরা পিঠার উৎসব করেন।’