প্রধানমন্ত্রীর কাছে ছয়টি দপ্তর

Looks like you've blocked notifications!
আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

৪৭ সদস্যের মন্ত্রিসভার নাম ঘোষণা করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এর মধ্যে নতুন মুখ যেমন আছে তেমনি বাদ পড়েছেন পুরোনোদের অনেকেই। আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আছে ছয়টি মন্ত্রণালয়ের দায়িত্ব।

আজ রোববার ৪৭ সদস্যের মন্ত্রিসভার নাম ঘোষণা করে মন্ত্রিপরিষদ বিভাগ।

ওই তালিকায় দেখা যায় ছয়টি বিভাগ ও মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসব মন্ত্রণালয় হচ্ছে- এগুলো হলো মন্ত্রিপরিষদ বিভাগ; জনপ্রশাসন মন্ত্রণালয়; প্রতিরক্ষা মন্ত্রণালয়; সশস্ত্র বাহিনী বিভাগ; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়।

গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয় আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট। ওই মহাজোটে জাতীয় পার্টিও আছে। তবে ২২টি আসন পাওয়া দলটির পক্ষ থেকে জানানো হয়, এবার তারা বিরোধী দলে থাকবে।