যা পেয়েছি, তাতেই শুকুর আলহামদুলিল্লাহ : তোফায়েল

Looks like you've blocked notifications!
সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। ছবি : সংগৃহীত

নতুন মন্ত্রিসভায় স্থান না পাওয়া প্রসঙ্গে বিদায়ী বাণিজ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ বলেছেন, ‘কেউ আসবেন আর কেউ যাবেন, এটাই এ জগৎ সংসারের নিয়তি। এ সংসার আসা আর যাওয়ার এক রঙ্গমঞ্চ। আমি জীবনে যা পেয়েছি তাতেই শুকুর আলহামদুলিল্লাহ। সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছি, এটাও অনেক পাওনা।’

আজ সোমবার বিকেলে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা বলেন তোফায়েল আহমেদ।  

আজ সোমবার বাণিজ্যমন্ত্রী হিসেবে সচিবালয়ে তোফায়েল আহমেদের ছিল শেষ দিন। দুপুর ২টায় তিনি সচিবালয়ে নিজ দপ্তরে আসেন। গতকাল নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করেন মন্ত্রিপরিষদ সচিব। এতে তোফায়েল আহমেদসহ পুরোনো মন্ত্রিসভার ৩৬ জনের জায়গা হয়নি। তোফায়েল আহমেদের সঙ্গে বাদ পড়েন দলের সিনিয়র আরো অনেক নেতা।

সচিবালয়ে নিজ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা তোফায়েল আহমেদকে বিদায়ী সংবর্ধনা দেন। বিদায় অনুষ্ঠানের পর তোফায়েল আহমেদ সাংবাদিকদের বলেন, ‘আমার জীবনে কোনো অপূর্ণতা নেই। মাত্র ২৮ বছর বয়সে প্রতিমন্ত্রীর মর্যাদায় আমি বঙ্গবন্ধুর রাজনৈতিক সচিব হিসেবে নিযুক্ত হই। বাণিজ্য মন্ত্রণালয়ে আমি নয় বছর দায়িত্ব পালন করেছি। দেশের বাণিজ্য সেক্টরকে একটি কাঙ্ক্ষিত পর্যায়ে নিয়ে যেতে সক্ষম হয়েছি। আগামীতে যিনি এ মন্ত্রণালয়ের দায়িত্বে আসছেন, তাঁর প্রতিও আমার অনেক অনেক শুভকামনা রইল।’

নতুন মন্ত্রিসভার বিষয়ে জানতে চাইলে প্রবীণ এ রাজনীতিবিদ বলেন, ‘নতুনরা ভালো করবেন বলে আমি আশা করছি। দেশ এখন একটা পর্যায়ে পৌঁছেছে। এখন কেউ বাংলাদেশকে ছোট করে দেখছে না। বিশ্ব বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করছে। এটা আমাদের বড় সাফল্য। এ সাফল্য অব্যাহত থাকবে বলে আমি আশা করছি।’