স্কুল শেষে বাড়ি ফেরা হলো না মুজাহিদের

Looks like you've blocked notifications!
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় সোমবার সিএনজিচালিত অটোরিকশার চাপায় মুজাহিদ নামে প্রথম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্র নিহত হয়। ছবি : এনটিভি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় সিএনজিচালিত অটোরিকশার চাপায় মুজাহিদ (৬) নামে প্রথম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্র নিহত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার ধরখার ইউনিয়ন পরিষদের (ইউপি) রুটি গ্রামের মূলগ্রাম-ধরখার আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুজাহিদ রুটি গ্রামের প্রবাসী নিজাম উদ্দিনের ছেলে।

নিহতের মামা আফজাল মিয়া জানান, স্থানীয় সোনার বাংলা মডেল কিন্ডারগার্টেন স্কুল থেকে ছুটির পর মুজাহিদ বাড়িতে ফিরছিল। এ সময় মূলগ্রাম-ধরখার আঞ্চলিক সড়কে দ্রুতগামী একটি সিএনজিচালিত অটোরিকশা তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন তরফদার বলেন, আমরা দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।