আজো বিক্ষোভ গার্মেন্টস শ্রমিকদের

Looks like you've blocked notifications!
রাজধানীতে আজো বিক্ষোভ করেন গার্মেন্টসের শ্রমিকরা। ছবি : এনটিভি

ন্যূনতম মজুরি বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে টানা তৃতীয় দিনের মতো রাস্তায় নেমে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। সরকারি মজুরি কাঠামো বৃদ্ধি ও বাস্তবায়নের দাবিতে আজ মঙ্গলবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে আন্দোলন করেন গার্মেন্টস শ্রমিকরা।

মিরপুরের কালশী এবং আশপাশের এলাকার কয়েকটি গার্মেন্টসের শ্রমিকরা রাস্তায় নেমে বিক্ষোভ করেন। এ সময় তাঁরা অভিযোগ করেন, নিয়মিত বেতন-ভাতা পাচ্ছেন না, শ্রমিক ছাঁটাইসহ তাঁদের প্রাপ্ত ঠিকমতো পরিশোধ করছে না গার্মেন্টস কর্তৃপক্ষ।

একজন নারী পোশাককর্মী বলেন, ‘ন্যায্যমূল্যে বেতন দেয় না। এমনকি বেতন বাড়ানোর কথা ছিল, বেতনও বাড়াচ্ছে না।’ একই কথা সেখানে উপস্থিত অন্য শ্রমিকরাও বলেন।

সকাল থেকে প্রায় তিন ঘণ্টা রাস্তা অবরোধ করে আন্দোলন করেন তাঁরা। দীর্ঘ সময় সড়ক অবরোধে জনর্দুভোগের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে আন্দোলনরত শ্রমিকদের আশ্বস্ত করলে অবরোধ তুলে নেন শ্রমিকরা। এ ছাড়া রাজধানীর বিমানবন্দরের দিকে ওই এলাকার শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা চালালে বাধা দেয় পুলিশ। আজমপুর রেলক্রসিংয়ের কাছে পুলিশের সঙ্গে পোশাক শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটে।