শান্তি-শৃঙ্খলা বজায় রাখাই আমার প্রধান দায়িত্ব : স্বরাষ্ট্রমন্ত্রী

Looks like you've blocked notifications!
সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। ছবি : এনটিভি

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘আমাদের দলের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের মাধ্যমে দেশের অগ্রগতি ও উন্নতির ধারাবাহিকতা রক্ষা করাই আমার মূল লক্ষ্য। এ জন্য দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে যা করা প্রয়োজন, তা-ই করা হবে।’

আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে নিজ দ্প্তরে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন আসাদুজ্জামান খাঁন কামাল। আগের মন্ত্রিসভায় ছিলেন। তিনি আছেন বর্তমান মন্ত্রিসভাতেও। গতকাল সোমবার বিকেলে বঙ্গভবনে তিনি শপথ নেন। আজ মঙ্গলবার পুনরায় নিজ দপ্তরে যোগ দেওয়ার পরপরই মন্ত্রণালয়ের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রাজনৈতিক দল হিসেবে বিএনপির রাজনৈতিক কর্মসূচি পালনের অধিকার রয়েছে। কিন্তু কর্মসূচির নামে তাদের জ্বালাও-পোড়াও জনগণ পছন্দ করেনি।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অন্যান্য চ্যালেঞ্জের সঙ্গে জঙ্গি দমন ও মাদকদ্রব্য নির্মূল করাও আমার অন্যতম দায়িত্ব। এসবের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মতান্ত্রিক অভিযান অব্যাহত থাকবে।’