বঙ্গবন্ধু চরে অবৈধভাবে মাছ ধরার অভিযোগে ৫২ জেলে আটক

Looks like you've blocked notifications!
অবৈধভাবে মাছ ধরার অভিযোগে বঙ্গোপসাগর সংলগ্ন বঙ্গবন্ধু চর এলাকা থেকে ৫২ জেলেকে আটক করেছে কোস্ট গার্ড সদস্যরা। ছবি : এনটিভি

বঙ্গোপসাগর সংলগ্ন বঙ্গবন্ধু চর এলাকা থেকে ৫২ জেলেকে আটক করেছে কোস্ট গার্ড সদস্যরা। অবৈধভাবে মাছ ধরার অভিযোগে তাদেরকে আটক করা হয়েছে।

সোমবার রাত ১১টার দিকে কোস্ট গার্ডের টহল দল তাদেরকে আটক করে। এ সময় পাঁচটি ট্রলার, পাঁচটি নৌকা, আট লাখ ফাইসা মাছের পোনা ও বিপুল পরিমাণ জাল জব্দ করা হয়। জব্দ হওয়া ট্রলার, মাছ ও জালের মূল্য ২ কোটি ২৬ লাখ ৫০ হাজার টাকা।

মঙ্গলবার কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরের (মোংলা) গোয়েন্দা কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, ‘সোমবার রাত ১১টার দিকে কোস্ট গার্ডের টহল দল বেআইনিভাবে মাছ শিকারের অভিযোগে বঙ্গবন্ধু চর এলাকা থেকে তাদেরকে আটক করে। পরে মঙ্গলবার সকালে আটকদেরকে পশ্চিম সুন্দরবনের খুলনা রেঞ্জের নীল কমল ফরেস্ট অফিসে পাঠানো হয়।

সাগর ও সুন্দরবন উপকূলীয় এলাকা জুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তার পাশাপশি মৎস্য সম্পদ এবং পরিবেশ রক্ষায় কোস্ট গার্ডের এ অভিযান অব্যাহত থাকবে।