নতুন মোটরসাইকেলে শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে সড়কে মৃত্যু
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় নতুন মোটরসাইকেল কিনে শ্বশুরবাড়ি বেড়াতে এসে দুর্ঘটনায় আলী হোসেন (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুচ আলী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
মঙ্গলবার বেলা ১১টার দিকে কালীগঞ্জের মাহমুদপুর বটতলায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন পারভেজ নামের আরেক যুবক। নিহত আলী হোসেন কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী ইউনিয়নের গুড়পাড়া গ্রামের মইজ উদ্দিনের ছেলে।
আহত পারভেজ জানান, তাঁর চাচাতো দুলাভাই আলী হোসেন নতুন মোটরসাইকেল কিনে তাঁদের ত্রিলেচানপুর গ্রামের বাড়িতে বেড়াতে আসেন। এ সময় মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় মাহমুদপুর বটতলা নামকস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর পড়ে যান। এতে ঘটনাস্থলেই আলী হোসেন নিহত হন এবং তিনি আহত হন।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সম্পা মোদক জানান, হাসপাতালে আনার আগেই রোগীর মৃত্যু হয়।