বরিশালে বিএনপির ৩৯ নেতাকর্মী কারাগারে

Looks like you've blocked notifications!

একাদশ জাতীয় নির্বাচনের আগে পুলিশের করা নাশকতার মামলায় বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ৩৯ জন নেতাকর্মীকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন  আদালত। আজ বুধবার তাঁরা বরিশাল আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিচারক তাদের আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

কারাগারে যাওয়া নেতাদের মধ্যে রয়েছেন- মেহেন্দিগঞ্জ পৌর বিএনপির সভাপতি জিয়াউদ্দিন সুজন, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম মোল্লা, উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক সালাউদ্দিন পিপলু, উপজেলা যুবদলের সভাপতি সৈয়দ রিয়াজ উদ্দিন শাহিন লিটন ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহমুদ খান।

আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ১১ নভেম্বর বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেন মেহেন্দিগঞ্জের চাঁনপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো. আলতাফ হোসেন।

মামলায় উল্লেখ করা হয়, ২৭ সেপ্টেম্বর গভীর রাতে চাঁনপুর ইউনিয়নের কাশীপুর এলাকায় সড়কের ১ হাজার ইট উপরে ফেলে এবং নবনির্মিত পানি সরবরাহের পাইপ কেটে ফেলে নাশকতা করেন বিএনপি নেতাকর্মীরা। এরই পরিপ্রেক্ষিতে মামলাটি দায়ের করেন বাদী।