উপমন্ত্রীকে বরণে সাজ সাজ রব
প্রায় দেড় যুগ পর দেশের মন্ত্রিসভায় একজনকে পেয়েছে মোংলাবাসী। তাঁর আগমন উপলক্ষে এলাকায় দেখা দিয়েছে সাজ সাজ রব। তাঁকে বরণ করে নিতে আওয়ামী লীগ নেতাকর্মীসহ স্থানীয়রা অধীর অপেক্ষায় রয়েছেন।
এ উপলক্ষে মোংলার প্রবেশমুখ গুনাই ব্রিজ থেকে শুরু করে বন্দর ও পৌর শহরের বিভিন্ন স্থানে তৈরি করা হয়েছে এক ডজনেরও বেশি তোরণ। তোরণে শোভা পাচ্ছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার ও তাঁর স্বামী খুলনা সিটি করপোরেশনের মেয়র আলহাজ তালুকদার আবদুল খালেকের ছবি। দলীয় কার্যালয় ছাড়াও বিভিন্ন জায়গায় শোভা পাচ্ছে উপমন্ত্রীর আগমনের শুভেচ্ছা সংবলিত আলোকসজ্জা।
মোংলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম হোসেন বলেন, বাগেরহাট-৩ আসনের তিনবারের সংসদ সদস্য হাবিবুন নাহার উপমন্ত্রী হয়ে আমাদের মাঝে কাল বৃহস্পতিবার সকালে আসছেন। তাই তাঁকে বরণ করতে ব্যাপক আয়োজন ও নানা প্রস্তুতি নেওয়া হয়েছে।
উপমন্ত্রীকে কাল সকালে মোংলা বন্দর শ্রমিক কর্মচারী সংঘের মাঠে সর্বস্তরের মানুষের পক্ষ থেকে সংবর্ধনাও দেওয়া হবে বলেও ইব্রাহিম জানান।
এ ছাড়া বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও উপমন্ত্রী হাবিবুন নাহারকে শুভেচ্ছা জানানো হবে। মোংলা প্রেসক্লাবের সভাপতি এইচ এম দুলাল বলেন, ‘আমাদের মোংলা-রামপাল এলাকার সাংসদ উপমন্ত্রী হয়ে এই প্রথম মোংলায় আসছেন, সেজন্য তাঁকে শুভেচ্ছা জানাতে আমাদের সংগঠন থেকেও প্রস্তুতি নেওয়া হয়েছে।’
গত সোমবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিসেবে শপথ নেন বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনের সংসদ সদস্য হাবিবুন নাহার। এর আগে ১৯৯৬ থেকে ২০০১ সালে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের আমলে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন তালকুদার আবদুল খালেক। স্বামী খালেকের পর এবার একই আসনে সাংসদ নির্বাচিত হয়ে উপমন্ত্রীর দায়িত্ব পেলেন হাবিবুন নাহার।