ইয়াবাসহ গ্রেপ্তার পুলিশ সদস্য কারাগারে

Looks like you've blocked notifications!

ইয়াবাসহ গ্রেপ্তার রাজধানীর মিরপুর মডেল থানার পুলিশ কনস্টেবল কবির হোসেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বুধবার ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ মিল্লাত হোসেন এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) বজলার রহমান আজ কনস্টেবল কবির হোসেনকে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। অপরদিকে আইনজীবী তাঁর জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিনের আবেদন খারিজ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

নথি থেকে জানা যায়, গত সোমবার রাতে মিরপুরে জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালানোর সময় র‌্যাব সংবাদ পায় যে মিরপুর মডেল থানাধীন বিভাগীয় উপপরিচালক ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের প্রধান গেটের সামনে কিছুসংখ্যক লোক মাদক বিক্রি করেছে। র‌্যাব সেখানে অভিযান চালিয়ে পুলিশ কনস্টেবল কবির হোসেনকে হাতেনাতে আটক করে। এরপর তাঁর জিন্স প্যান্ট থেকে ছয়টি ইয়াবা জব্দ করে।

এ ঘটনায় গত মঙ্গলবার কনস্টেবল কবিরের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন র‌্যাবের পুলিশ পরিদর্শক কবির উদ্দিন সরকার।