‘পরিবহন সেক্টরে শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে’

Looks like you've blocked notifications!
সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ছবি : এনটিভি

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘পরিবহন সেক্টরে শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে।’ চলতি বছরেই ঢাকা-সিলেট এবং চট্টগ্রাম-কক্সবাজার ‘ফোর লেন’ সড়কের কাজ শুরু হবে বলে জানিয়েছেন তিনি।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘পরিবহনে বিশৃঙ্খলা জিইয়ে রেখে মহাসড়ক আট লাইনের করেও কোনো সুফল পাওয়া যাবে না। পরিবহন সেক্টরের শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে। বিড়াল প্রথম রাতেই মারতে হয়।’

ওবায়দুল কাদের বলেন, ‘চলমান মেগাপ্রজেক্ট বাস্তবায়নের পাশাপাশি সড়ক ও পরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনা অন্যতম কাজ।’ মন্ত্রী আরো বলেন, ‘আগামী জুনেই গাজীপুর থেকে এলেঙ্গা পর্যন্ত ফোর লেন সড়কের কাজ শেষ হবে।’ এলেঙ্গা থেকে রংপুর পর্যন্ত ফোর লেন সড়কের কাজ শেষ হওয়ার পর রংপুর থেকে একদিকে বুড়িমারী, অন্যদিকে পঞ্চগড় পর্যন্ত ফোর লেন সড়কের কাজ শুরু হবে বলেও জানান তিনি।

পদ্মা সেতুর কাজ এগিয়ে চলছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘চলমান কাজগুলো শেষ করার পাশাপাশি চলতি বছরেই ঢাকা-সিলেট এবং চট্টগ্রাম-কক্সবাজার ফোর লেন সড়কের কাজ শুরু করার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।’