সন্ত্রাসী, মাদক ব্যবসায়ীদের দল নেই : এনামুর

Looks like you've blocked notifications!
আজ বৃহস্পতিবার সকালে ঢাকার সাভারে আইনশৃঙ্খলা কমিটি আয়োজিত সভায় বক্তব্য দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। ছবি : এনটিভি

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন, সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের কোনো দল নেই। তারা দেশ ও জনগণের শত্রু।

আজ বৃহস্পতিবার সকালে ঢাকার সাভারে আইনশৃঙ্খলা কমিটি আয়োজিত এক সভায় এসব কথা বলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী।

আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি সাভার ও আশুলিয়ার মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার নির্দেশ দেন এনামুর রহমান। তিনি বলেন, যারা মাদক ব্যবসা, সন্ত্রাস ও চাঁদাবাজি করবে, তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।

‘যারা সন্ত্রাসী চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী, তাদের কোনো দল নেই, সমাজ নেই। তারা দেশ ও জনগণের শত্রু। তাদের যারা আশ্রয়-প্রশ্রয় দেবেন, যে দলেরই বা যেই হোক, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে,’ বলেন এনামুর রহমান।

সাভারে অবৈধ গ্যাস সংযোগ প্রদানকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেও তিতাস গ্যাস কর্তৃপক্ষকে এ সময় নির্দেশ দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী।

স্থানীয় প্রশাসন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা এ সভায় উপস্থিত ছিলেন।