জানালেন আইনমন্ত্রী

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের সম্ভাবনা নেই

Looks like you've blocked notifications!
টুঙ্গিপাড়ায় বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। ছবি : এনটিভি

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের কোনো সম্ভাবনাই নেই।

আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন আইনমন্ত্রী।

আনিসুল হক বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের কোনো সম্ভাবনাই নেই। আমরা যেটা চাই, ডিজিটাল নিরাপত্তা আইনের যেন কোনো অপব্যবহার না হয়। লক্ষ রাখতে হবে, কোনো অ্যাবিউজ না হয়, কোনো মিসউইজ না হয়।’

এর আগে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে টুঙ্গিপাড়া যান আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক, নবনিযুক্ত অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও সংসদ সদস্য সালমান এফ রহমান।

তিন সংসদ সদস্য একসঙ্গে বঙ্গবন্ধুর সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে তাঁরা সুরা ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত শেষে সমাধিসৌধ কমপ্লেক্সের বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্যসহ স্বাক্ষর করেন।