চালের দাম বাড়ল কেন, খতিয়ে দেখা দরকার : খাদ্যমন্ত্রী

Looks like you've blocked notifications!
বৃহস্পতিবার বিকেলে খাদ্য ভবনে চালকল মালিকদের সঙ্গে মতবিনিময় সভায় নবনিযুক্ত খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। ছবি: এনটিভি

বাজারে চালের দাম কেন বেড়েছে তার কোনো যৌক্তিক কারণ জানা নেই নবনিযুক্ত খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির। তাই চালের দাম নিয়ন্ত্রণে রাখতে বিষয়টি খতিয়ে দেখা দরকার বলে জানান খাদ্যমন্ত্রী। এজন্য চালকল মালিকদের সহযোগিতা চেয়েছেন এই দুই মন্ত্রী।

আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর খাদ্য ভবনে চালকল মালিকদের সঙ্গে মতবিনিময় সভায় খাদ্য ও বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।

এ সময় নবনিযুক্ত খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, চালের বাম্পার ফলনের পাশাপাশি ১৩ লাখ ৬০ হাজার টনের বিশাল খাদ্য মজুদ রয়েছে। তাই এই মুহূর্তে চালের দাম বাড়ার কোনো কারণ নেই।

সাধন বলেন, ‘চালের দাম বাড়ার কারণটা আমরা বুঝতে পারছি না। আমন চাষে বাম্পার ফলন হয়েছে, বোরো চাষে বাম্পার ফলন হয়েছে। তাহলে আমাদের এই চালের দাম বৃদ্ধি কেনো? যৌক্তিক কোনো কারণ আছে কিনা, সেটা আমাদের খতিয়ে দেখা দরকার।’

অন্যদিকে, নতুন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ‘কোনো যৌক্তিক কারণ ছাড়া চালের দাম বাড়লে তখন একটা ডিফরেন্ট ভিউ হয়ে যায়, যে এটা কোনো উদ্দেশ্যমূলকভাবে করা হচ্ছে কিনা। এ রকম অসাধু উদ্দেশ্য যাতে না থাকে, যেমন খাদ্যের অভাব নাই, চালের অভাব নাই, হঠাৎ করে দাম বাড়ার কোনো কারণ নাই। এমনটা যেন না হয়।’

অনুষ্ঠানে চালকল মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক লায়েক আলী জানান, সরকার নির্ধারিত ৩২ টাকা দরে সারাদেশে আমন সংগ্রহ কার্যক্রম স্বাভাবিক গতিতে এগিয়ে চলছে। তাই মোটা ও মাঝারি চালের দাম বাড়েনি। কোন ধরনের চালের দাম কারা বাড়িয়েছে তা খতিয়ে দেখার দাবি জানান ব্যবসায়ীরা।