‘ঘুষসহ হাতেনাতে ধরা খেলেন কাস্টম কর্মকর্তা’

Looks like you've blocked notifications!
চট্টগ্রাম কাস্টম হাউসের রাজস্ব কর্মকর্তা (প্রশাসন) নাজিম উদ্দিনকে ঘুষের ছয় লাখ টাকাসহ গতকাল বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছে দুদক। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম কাস্টম হাউসের রাজস্ব কর্মকর্তা (প্রশাসন) নাজিম উদ্দিনকে ঘুষের ছয় লাখ টাকাসহ গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বিষয়টি জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃপক্ষকে অবহিত করা হলে তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

চট্টগ্রাম কাস্টম হাউসে সমুদ্রগামী জাহাজকে ছাড়পত্র প্রদানে ঘুষ-বাণিজ্য ও দুর্নীতির বিষয়ে দুদকের অভিযোগ কেন্দ্রে (হটলাইন-১০৬) অভিযোগ পেয়ে বৃহস্পতিবার সেখানে অভিযান চালায় দুদকের এনফোর্সমেন্ট ইউনিট।

দুদকের চট্টগ্রাম-২ সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মুহ. মাহবুবুল আলম এ বিষয়ে দাবি করেন, ‘অভিযানকালে দুদকের টিম নাজিম উদ্দিনের বিরুদ্ধে সমুদ্রগামী জাহাজের ছাড়পত্র প্রদানে হয়রানির সত্যতাসহ ঘুষ গ্রহণের প্রমাণ পায়। দুই ঘণ্টার এ অভিযান শেষে তাঁর ঘুষ গ্রহণের বিষয়টি জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃপক্ষকে অবহিত করা হলে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়।’

‘অভিযানের একপর্যায়ে নাজিম উদ্দিনের ব্যবহৃত স্টিলের আলমারি খুলে দুদক টিম ছয় লাখ টাকা উদ্ধার করে এবং কাস্টম কর্তৃপক্ষের উপস্থিতিতে ঘটনাস্থলে তা জব্দ করে। এর পরপরই দুদক টিম উদ্ধারকৃত টাকাসহ তাঁকে গ্রেপ্তার করে।’

কাস্টম হাউসের কমিশনার ড. এ কে এম নুরুজ্জামান বলেন, ‘দুদকের অভিযানের পরিপ্রেক্ষিতে ওই কর্মকর্তাকে আমরা সাময়িকভাবে বরখাস্ত করেছি। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বরাবর চিঠি দেওয়া হবে।’