‘ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সম্পত্তির হিসাব দিতে হবে’

Looks like you've blocked notifications!
চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। ছবি: এনটিভি

ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের সম্পত্তির হিসাব দাখিলের নির্দেশ দিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে তা দাখিলের নির্দেশ দিয়েছেন তিনি।

আজ শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলন এ কথা বলেন ভূমিমন্ত্রী।

ভূমিমন্ত্রী বলেন, ‘সমস্ত কর্মকর্তা ও কর্মচারীদের সম্পত্তির হিসাব ২৮ ফেব্রুয়ারির মধ্যে দাখিল করতে হবে। এটা আমি এখানে বসে সিদ্ধান্ত নিলাম। মন্ত্রণালয়ে গিয়ে রিটেন দিব। মৌখিক সিদ্ধান্ত এখানে বসে দিলাম।’

সারাদেশে ভূমি অফিসগুলোতে জনগণকে নানাভাবে হয়রানি করা হয়, জনগণের এমন অভিযোগের কথা তুলে ধরে সাইফুজ্জামান চৌধুরী বলেন, ‘ধাপে ধাপে (ভূমি মন্ত্রণালয়কে) সব রকম ও হয়রানি ও দুর্নীতিমুক্ত মন্ত্রণালয়ে পরিণত করা হবে। ভূমিসংশ্লিষ্ট কর্মকর্তা, কর্মচারীকদের আগামী ফেব্রিয়ারি মাসের মধ্যে মন্ত্রণালয়ে নিজ নিজ সম্পদের হিসাব জমা দিতে হবে।’

ভূমি মন্ত্রণালয়কে দুর্নীতি মুক্ত করার উদ্দেশে দেশব্যাপী ভূমি অফিসগুলোকে সিসিটিভি ক্যামরার আওতায় আনার পরিকল্পনার কথাও জানান ভূমিমন্ত্রী।