বালতির পানিতে পড়ে ১৪ মাসের শিশুর মৃত্যু

Looks like you've blocked notifications!

রান্নাঘরে ব্যস্ত ছিলেন মা। হামাগুড়ি দিয়ে বাথরুমে চলে যায় ১৪ মাসের শিশু মশিউর। বালতির পানি ঘাটতে গিয়ে মুখ থুবড়ে পড়ে যায় সে। বালতির পানিতে মাথা নিচে পা উপরে দিয়ে পড়ে থাকে। এরপরই মৃত্যু হয় এই অবুঝ শিশুর।

আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর ডেমরার সারুলিয়ার একটি বাসায় এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম মশিউর রহমান।

পরে অচেতন শিশুটিকে ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুপুর ২টার দিকে তাকে মৃত ঘোষণা করে।

নিহত শিশুর বাবা মতিউর রহমান জানান, তাঁরা ডেমরা সারুলিয়া টেংরা এলাকার একটি বাড়ির তৃতীয় তলায় থাকে। তাঁর দুই সন্তানের মধ্যে মশিউর ছোট। সকালে তাঁর স্ত্রী শান্তা রান্নাঘরে কাজে ব্যস্ত ছিল। এদিকে, মশিউর হামাগুড়ি দিতে দিতে সবার অগোচরে বাথরুমে চলে যায়। একপর্যায়ে বালতি ভরা পানিতে মাথা নিচে ও পা ওপরের দিকে দিয়ে পড়ে যায়। এদিকে, মশিউরের মা সব ঘর খুঁজে বাথরুমে গিয়ে এই দৃশ্য দেখতে পায়। চিৎকার করে ওঠে সবাই ছুটে যায়। পরে অচেতন শিশুটিকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। অনেক চেষ্টার পরে দ্রুত ঢামেক হাসপাতালে নিয়ে যেতে বলেন সেখানকার চিকিৎসক। পরে ঢামেকে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ বক্সের পরিদর্শক বাচ্চু মিয়া বলেন,’মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ডেমরা থানা পুলিশ এ বিষয়ে ব্যবস্থা নেবে।’