মা ইলিশ শিকার, আট জেলের কারাদণ্ড
পটুয়াখালীর বাউফলের তেঁতুলিয়া নদীতে আইন অমান্য করে মা ইলিশ শিকারের অপরাধে আট জেলেকে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন বাউফল উপজেলা ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মাহমুদ জামান।
এ ছাড়া প্রায় তিন হাজার মিটার জাল পুড়িয়ে ফেলা হয়েছে।
দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন—বিল্লাল খাঁ, মহিরবল বেপারী, সেলিম হাওলাদার, সিরাজ হাওলাদার, নাজমুল হাওলাদার, মিলন দফাদার, এনামুল বেপারী ও বশির বিশ্বাস।
মঙ্গলবার সন্ধ্যায় তেঁতুলিয়া নদীর বিভিন্ন স্পটে মা ইলিশ শিকারের সময় ওই আট জেলেকে আটক করা হয়। সাজাপ্রাপ্ত জেলেদের পটুয়াখালী জেলহাজতে পাঠানো হয়েছে।
বাউফল থানার ওসি মো. মাসুদুজ্জামান জানান, পটুয়াখালীর বাউফলের তেঁতুলিয়া নদীর বিভিন্ন স্পটে নদীর কূলে বসবাসকারী প্রভাবশালীদের মদদে কতিপয় জেলে বিভিন্ন স্পটে মা ইলিশ শিকার করার সময় বাউফল উপজেলা ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মাহমুদ জামান, উপজেলা মৎস্য কর্মকর্তা মোজাম্মেল হেসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে তেঁতুলিয়া নদীর বিভিন্ন স্পট থেকে আট জেলেকে অবৈধ প্রায় তিন হাজার মিটার কারেন্ট জালসহ গ্রেপ্তার করা হয়। পরে বাউফল উপজেলা চত্বরে কোর্ট বসিয়ে জাটকা ও মা ইলিশ নিধন বাংলাদেশ দণ্ডবিধির ১৮৬ ধারায় তাঁদের প্রত্যেককে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।