মানবকণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক আবু বকর আর নেই

Looks like you've blocked notifications!
দৈনিক মানবকণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক আবু বকর চৌধুরী আজ মঙ্গলবার ভোরে মারা গেছেন। ছবি : সংগৃহীত

বিশিষ্ট সাংবাদিক ও দৈনিক মানবকণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক আবু বকর চৌধুরী আর নেই। তিনি আজ মঙ্গলবার ভোরে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আবু বকর চৌধুরী ভোর রাতে নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হন। এ সময় ইবনে সিনা হাসপাতালে নিয়ে গেলে ভোর সোয়া ৫টায় চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর।

মরহুমের পারিবারিক সূত্র জানায়, রাজধানীর ধানমণ্ডি ১২/এ সড়কে আত তাকওয়া মসজিদে আজ বাদ জোহর আবু বকর চৌধুরীর জানাজা অনুষ্ঠিত হবে । আজিমপুর কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

আবু বকর চৌধুরী মা এবং স্ত্রী দিল আফরোজাসহ অনেক আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

আবু বকর চৌধুরী ১৯৯১ সালে ‘সাপ্তাহিক প্রত্যায়ন’ পত্রিকায় যোগদানের মধ্য দিয়ে সাংবাদিকতা শুরু করেন। পরে তিনি সাপ্তাহিক খবর, আজকের কাগজ, আমাদের সময়, সকালের খবর, সমকাল পত্রিকায় কাজ করেন। সর্বশেষ তিনি দৈনিক মানবকণ্ঠে কর্মরত ছিলেন।