গায়েবি মামলা বলে কোনো কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

Looks like you've blocked notifications!

গায়েবি মামলা বলে কোনো কিছু নেই উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই মামলা হয়।

আজ মঙ্গলবার রাজধানীর ধানমণ্ডিতে ১৯ জানুয়ারির বিজয় সমাবেশ সফল করতে আয়োজিত কর্মিসভায় এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আসাদুজ্জামান খান কামাল বলেন, গায়েবি মামলা বলতে কোনো কিছু আমাদের অভিধানে নেই। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই আসামির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

‘তবে পুলিশি তদন্তে কেউ নির্দোষ প্রমাণিত হলে খালাস পাবেন’, যোগ করেন মন্ত্রী।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, যে সব মামলা হয়, সে সব মামলায় আসামি দোষী প্রমাণিত হলেই কেবল বিচার বিভাগ তার বিচার করেন।