‘বিএনপির পুনর্নির্বাচনের দাবি হাস্যকর’
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সংলাপের ডাক দিয়েছেন তা নতুন করে নির্বাচনের জন্য নয়, সবাইকে নিয়ে একসঙ্গে দেশকে এগিয়ে নিতেই এ উদ্যোগ।
আজ মঙ্গলবার সকালে রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর পাঁচ উপদেষ্টার শ্রদ্ধাজ্ঞাপন শেষে এইচ টি ইমাম এ মন্তব্য করেন।
এইচ টি ইমাম বলেন, বিএনপির পক্ষ থেকে পুনর্নির্বাচনের যে দাবি তোলা হয়েছে তা হাস্যকর।
সুশাসন নিশ্চিত করাটাই নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হবে উল্লেখ করে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, সুশাসন মানে শুধু শান্তিশৃঙ্খলা নিশ্চিত করাই নয়, সেইসঙ্গে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখাটাও জরুরি।
প্রধানমন্ত্রী সবার প্রধানমন্ত্রী, কাজেই অন্যান্য দল যদি মেনে নেয়, আমার মনে হয় নিশ্চয় তারা মেনে নেবেন। প্রধানমন্ত্রীকে সবার সহযোগিতা করতে হবে। এখানে যে কারণে প্রধানমন্ত্রী আবারও একটি সংলাপ করতে চান।
গ্রাম ও শহরকে সমানভাবে উন্নয়নের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি ১০ শতাংশে নিয়ে যাওয়ার প্রত্যাশার কথাও বলেন এইচ টি ইমাম। সেই সঙ্গে দুর্নীতি, মাদক ও জঙ্গিবাদ নির্মূলকে প্রাধান্য দেওয়া হবে বলে জানান তিনি।